অবতক খবর,৬ সেপ্টেম্বরঃ নৈহাটি থানা পুনরায় বড়সর সাফল্যের খতিয়ান তুলে ধরল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে নৈহাটি থানার অন্তর্গত রামকৃষ্ণ মোড় এক্সিস ব্যাঙ্কের নিকট একটি স্করপিও গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে নৈহাটি থানার টহলরত পুলিশের সন্দেহ হয়। উক্ত গাড়ি থেকেই হালিশহর থানার হাজিনগর মারোয়ারী কল এলাকার বছর কুরির জিসান আহমেদ ও বছর একুশের খুরশিদ ইকবাল নামক দুজন দুষ্কৃতিকে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ সহ হাতেনাতে পাকড়াও করে। পুলিশ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে উক্ত গাড়িতে আরো একজন ছিল তার এখনো হদিশ মেলেনি। পালিয়ে যাওয়া অপর এক দুষ্কৃতির খোঁজ করতে নৈহাটি থানার পুলিশ জোর কদমের তদন্ত চালাচ্ছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে গভীর রাতে অস্ত্র নিয়ে ধৃত দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল ?মঙ্গলবার নৈহাটি থানার পুলিশ বারাকপুর আদালতের আদেশের ভিত্তিতে সাত দিন পুলিশ কাস্টডি নেবার পর বুধবার দুই দুষ্কৃতীকে মেডিকেল করানোর জন্য নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতাল নিয়ে আসে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় কেস রুজু করা হয়েছে।