অবতক খবর,৯ মার্চ: শনিবার নৈহাটি বি.আর.এস কোলোনির খেলার মাঠে নৈহাটি উন্মুখের পরিচালনায় ১২ তম বর্ষের অংকন উৎসবের আয়োজন করা হলো। বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন বয়সের কচিকাঁচাদের এই অংকন উৎসবে যোগদান করতে দেখা গেল। পরিচালক বৃন্দদের পক্ষ থেকে জানা গেল আজ এই অংকন উৎসবে ৪৮০ জন আজকের এই অংকন উৎসবের যোগ দেওয়ার কথা।

সকল অংকন উৎসবে যোগদানকারীদের উৎসাহ দিতে উপহার স্বরূপ একটি প্রশংসাপত্রের পাশাপাশি চারা গাছ বিতরণ করা হয়। এছাড়াও নৈহাটি উন্মুখের পক্ষ থেকে বিকেলের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি উন্মুখের সম্পাদক জানান অঙ্কন উৎসবে অংশগ্রহণকারীদের প্রতিভা বিকাশের পাশাপাশি উৎসাহিত করার মূল উদ্দেশ্যেই হলো মুখ্য উদ্দেশ্য নৈহাটি উন্মুখের তার পাশাপাশি নৈহাটি উন্মুখের সভাপতি রামকৃষ্ণ দাস জানান স্বাভাবিক ও সুস্থ পরিবেশ গঠনের জন্য এই প্রয়াস।