অবতক খবর,৫ সেপ্টেম্বরঃ নৈহাটি 7D বিজয়নগর এলাকায় নৈহাটি বিজেপির প্রাক্তন মন্ডল 2 সভাপতি সুব্রত দাসের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চড়াও এক দুষ্কৃতী।

সুব্রত দাসকে খুন করার উদ্দেশ্যে এই চড়াও বলে অভিযোগ।রবিবার গভীর রাতে এই চড়াও হবার পর সঙ্গে সঙ্গে নৈহাটি থানার পুলিশ কে খবর দিলে পুলিশ সুব্রত দাসের বাড়ি গিয়ে অভিযুক্ত আকাশ নামে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে।

এই ঘটনায় সুব্রত দাস এবং তার পরিবার যথেষ্ট আতঙ্কিত।এই ঘটনায় দুষ্কৃতীর কঠোর শাস্তির দাবি জানিয়ে সুব্রত দাসের পরিবার।