অবতক খবর,১০ নভেম্বর: নৈহাটি থানার অন্তর্গত বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের ঢিলছোড়া দূরত্বে ৭ /বি, বিজয়নগরের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিকের অভিযোগের তির বাড়ির পরিচারিকার দিকে। সূত্র মারফৎ জানা যাচ্ছে স্থানীয় গোয়ালাফটোকের স্থানীয় বাসিন্দা দীর্ঘ সাত মাস ধরে বিশ্বজিৎবাবুর বাড়িতে আলো সর্দার নামে পরিচারিকা হিসাবে কাজ করতেন।
যদিও চুরির সময় বিশ্বজিৎবাবু কাজে চলে যাওয়ার সুযোগ নিয়েই তার স্ত্রী একা বাড়িতে ছিলেন। বাড়ির মালিকের অভিযোগ লক্ষাধিক টাকার ওপর সোনার গহনা সহ নগদ টাকা তার খোয়া গেছে। তার পাশাপাশি অভিযুক্ত আলো সর্দার জানান তিনি এই চুরির ঘটনায় কোনরকম যুক্ত নয় তাকে ফাঁসানো হয়েছে।এই ব্যাপারে নৈহাটি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে বাড়ির মালিক জানান। এই চুরির ঘটনায় নৈহাটি থানা তদন্ত শুরু করেছে।