অবতক খবর,৩ এপ্রিল: নৈহাটি সহ পার্শ্ববর্তী বাসীন্দাদের জন্য সুখবর নিয়ে আসলো নৈহাটি বড় কালীপূজা সমিতি ট্রাস্ট কমিটি। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ঐকান্তিক প্রচেষ্টায় ONGC MBA র তরফ থেকে একটি অত্যাধুনিক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স প্রদান করা হলো নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট কমিটিকে।
সাংসদ পার্থ ভৌমিকের সহযোগিতায় ব্যারাকপুর সংসদীয় এলাকায় এই প্রথম ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে চলেছে স্বল্প ব্যায়ে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট কমিটি। বৃহস্পতিবার অপরাহ্নে মন্দির প্রাঙ্গনে এই অ্যাম্বুলেন্সের সবুজ পতাকা উড়িয়ে শুভ উদঘাটন করলেন সাংসদ পার্থ ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনৎ দে ও ONGC -এর সকল আধিকারিকগন। ওএনজিসির তরফ থেকে অ্যাম্বুলেন্স এর চাবি তুলে দেওয়া হলো বড়কালী পূজা সমিতি ট্রাস্ট কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্যের হাতে।