অবতক খবর,১৬ ডিসেম্বর: আজ ঐতিহ্যমন্ডিত নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে আসলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।
সামনেই তার একটি খাদান নামে বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে ।
আজ সুপারস্টার অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব নিজে পুরো খাদান টিমকে সঙ্গে করে নিয়ে এসে নৈহাটি বড়মা মন্দিরে পুজো দিলেন। সঙ্গে ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত সহ এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী।
যদিও মন্দির থেকে বেরিয়ে যাবার সময়তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি, তবে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে তার ভক্তদের উদ্দেশ্যে হাত নারিয়ে বেরিয়ে চলে যান।