অবতক খবর,২৬ মেঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত মা ক্যান্টিনের সূচনা হয়েছিল। গরিব ,ভবঘুরদের মতোন ব্যক্তিদের খাবার তুলে দিতে রাজ্য সরকার এই ধরনের প্রয়াস নিয়েছিল। রাজ্য সরকারে এই প্রয়াসকে মান্যতা দিয়ে নৈহাটি পৌরসভা পরিচালিত মা ক্যান্টিনটি গত 24 শে মে ২০২১,শুভারম্ভ হয়েছিল । পৌরসভার এই মা কান্টিনটি এই বছরে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। মা ক্যান্টিনে খাবার নিতে আসা প্রাপকদের
মুখে খাবারে গুণগত মান সম্বন্ধে প্রশংসা পাওয়া গেল।
তার পাশাপাশি নৈহাটি পৌরসভার তরফ থেকে এই ধরনের প্রয়াস কে সাধুবাদ জানালো। নৈহাটি পৌরসভা পরিচালিত এই মুহূর্তে মা ক্যান্টিনের দুটি ইউনিট সচল রয়েছে। মা ক্যান্টিনেরদু’বছর পূর্তি উপলক্ষে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান এই ক্যান্টিনে রান্নার গুণগত মান ঠিক রেখে বিভিন্ন রকমারি রান্নার মাধ্যমে এক একটি ইউনিট থেকে ৬০০ জন খাবার সংগ্রহ করে।