অবতক খবর,৫ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নৈহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের লিচুবাগান এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। উক্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন করেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সনৎ দে এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার একাধিক কাউন্সিলর গন।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রধান অশোক চ্যাটার্জী সহ স্বাস্থ্য দপ্তরে আধিকারিক সনৎ দে জানান আগামী দিনে পৌরসভার ৩১ টি ওয়ার্ডেই এইরকম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করে তোলা হবে। এই মুহূর্তেই স্বাস্থ্যকেন্দ্রে কেবলমাত্র জেনারেল ফিজিশিয়ান উপস্থিত থাকবে।