অবতক খবর,১ সেপ্টেম্বরঃ লোকসভার নির্বাচনের প্রাক্কালে সারা রাজ্য জুড়ে সপ্তম দুয়ারে সরকার পুনরায় আজ থেকে চালু হল। শুক্রবার নৈহাটি পৌরসভার উদ্যোগে প্রশাসনিক নিরাপত্তার মাধ্যমে এক এবং দুই নম্বর ওয়ার্ড ভিত্তিক একত্রে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হলো।
উক্ত ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার আবেদনের জন্য যথেষ্ট সংখ্যক মহিলাদের ভিড় লক্ষ্য করার পাশাপাশি ক্যাম্প পরিদর্শনে আসেন নৈহাটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হিমাংশু শেখর মল্লিক সহ কাউন্সিলার দেবব্রত সাহা, সন্দীপ রায়। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে নৈহাটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হিমাংশু শেখর মল্লিক জানান বিশেষত এইবারে দুয়ারে সরকারের ক্যাম্পে বার্ধক্য ভাতা সহ পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার বিসয়টুকু এইবারে নতুনভাবে যুক্ত করা হয়েছে। তার পাশাপাশি কাউন্সিলার দেবব্রত সাহা জানান দুয়ারে সরকারের মাধ্যমে নাগরিকদের দুয়ারে পরিষেবা পৌঁছে দেবার জন্য এটাই হচ্ছে মূল উদ্দেশ্য।