অবতক খবর,২৮ সেপ্টেম্বরঃ নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ১১ নম্বর ও ১৯ নম্বর ওয়ার্ড ভিত্তিক ডেঙ্গু সচেনতার শিবির অনুষ্ঠিত হল। উক্ত সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যে সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক ,পৌরপ্রধান অশোক চ্যাটার্জী, এক্সিকিউটিভ অফিসার হিমাংশু মল্লিক ,সিআইসি তথা এগার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা সিআইসি হেল্থ সনৎ দে, উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পার্থপ্রতিম দাশগুপ্ত, সহ উক্ত ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ। উক্ত সচেতনার শিবিরের প্রত্যেক বক্তাই বাড়িসহ আশেপাশের জায়গায় জমাজল না রাখার জন্য আহ্বান জানানো হয়।