অবতক খবর,২৩ মার্চ:  নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা দু মাস ফ্যামিলি পেনশনের পাশাপাশি লাইফ পেনশন তিন মাস ধরে না পাওয়া সহ পিএফ এর টাকা জমা পড়ছে না বলে রবিবার সিপিএমের দলীয় কার্যালয়ে বসে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করলেন নৈহাটি পৌরসভার কর্মচারী ইউনিয়নের সম্পাদক মানিক অধিকারী সহ সিপিএমের অন্যান্য নেতৃত্বরা ।

তার পাশাপাশি সিপিএম নেতৃত্বরা আরোও অভিযোগ করেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা গ্রাচুইটির বকেয়া ৪০% টাকা এখনো পাননি, যার জন্য বয়স্ক অবসরপ্রাপ্ত পৌরকর্মচারীদের দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে তারা অনাহার সহ ওষুধ হিন অবস্থায় রয়েছে। যদিও গত জানুয়ারি মাসে পৌরপ্রধান গ্রাচুইটি টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তা পূরণ করেনি বলে জানানো হয় সিপিএমের নেতৃত্বের পক্ষ থেকে। বকেয়া পেনশন থেকে শুরু করে গ্র্যাচুইটির টাকা, আদায়ের লক্ষ্যে আগামী দিনে পৌরসভার গেটে বসতে গিয়ে যদি রক্তাক্ত হতে হয় তাতেও দাবি থেকে সরবেন না বলে জানানো হয়।