অবতক খবর,১৮ জানুয়ারি: নৈহাটীতে খেলাধূলা চর্চায় প্রানবন্ত নৈহাটী পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব। সংস্থার ইনডোর কমপ্লেক্সে বসল ভারতের প্রয়াত প্রখ্যাত ফুটবলার তুলসী দাস বলরামের আবক্ষ মূর্তি। যার উদ্বোধন করলেন বিধায়ক সনৎ দে।

উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সর্বসূখানন্দ, সি এ বি’র সচিব বিশ্বরূপ দে সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বিধায়ক সনৎ দে বলেন, ফুটবলের মহান এই মানুষটি সাতবার নৈহাটীতে পা রেখেছেন। তার আবক্ষ মূর্তিটি উন্মোচন করতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি। তাঁর আশ্বাস শুধু খেলাধূলায় নয় নৈহাটীর যেকোনো উন্নতয়নে সবসময়য় পাশে থাকব।

পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের অন্যতম কর্মকর্তা স্নেহাশীষ মুখোপাধ্যায় জানান, কিংবদন্তি ফুটবলার তুলসী দাস বলরাম এই ক্লাবের সাথে নয় বছর ধরে যুক্ত ছিলেন।

তিনি‌ ফুটবল ষ্টেডিয়াম গড়তে নানান ভাবে সহযোগিতা করেছেন। তাঁর নামাঙ্কিত এই ইনডোর ষ্টেডিয়ামে প্রখ্যাত ফুটবলারের আবক্ষ মূর্তি আজ বসাতে পেরে আমরা কৃতজ্ঞ। আগামীদিনে তাঁর স্মৃতিতে এখানে একটি সংগ্রহশালা গড়ে তুলব। এদিন ৫৪ তম জেলা জিমন্যাসটিক চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতার উদ্বোধন হলো এই ইনডোর ষ্টেডিয়ামে।