সতীনাথ ভট্টাচার্য :: অবতক খবর :: ৫ই ডিসেম্বর,২০২০:: নৈহাটী :: নৈহাটি থানার সদ্য নতুন ইন্সপেক্টর ইনচার্জের দায়িত্ব গত ইংরেজি ০৩/১২/২০২০ বৃহস্পতিবার বুঝে নিলেন অরূপ ঘোষ। অরুপ বাবু পূর্বতন শুভ্রজিৎ মজুমদারের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। অরুপ বাবু বিধাননগর কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে এসেছেন বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্র মারফত জানা যাচ্ছে।

অবতক খবরের পক্ষ থেকে নৈহাটি থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ অরুপ বাবু কে অভিনন্দন জানিয়ে আগামী দিনে নৈহাটি বাসীদের পাশে থেকে সমস্ত অপরাধ দমনমূলক কাজের ইতিবাচক পদক্ষেপ নিয়ে সুশাসন পাবার আশা করে নৈহাটি বাসী।