অবতক খবর,১৮ ডিসেম্বর: নৈহাটি রেলস্টেশনের মধ্যবর্তী ওভারব্রিজ পুনর্নির্মাণের দাবি সহ ৬ নম্বর প্ল্যাটফর্মের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের সুরক্ষা সহ একাধিক সুবিধার দাবিতে প্রদেশ কংগ্রেসের সদস্য পরেশনাথ সরকারের নেতৃত্বে নৈহাটি জাতীয় কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি ডিআরএম এর উদ্দেশ্যে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হয়।

দীর্ঘ সময় ধরে তাদের দাবি দাবা নিয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে কথাবার্তা চলে।। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য পরেশনাথ সরকার বলেন নৈহাটি স্টেশনের যাত্রীদের সুবিধার্থে আট দফা সম্বলিত ডেপুটেশন দেওয়া হল। অতিসত্বর যদি এই দাবি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে পারতে হবেন।