অবতক খবর,২৭ মার্চ: বুধবার নৈহাটি গৌরীপুরে সিং ভবনে বিজেপির নৈহাটি বিধানসভা লোকসভার নির্বাচনী কার্যালয়ের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
এর সাথে সাথে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং এর নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই আজ তার কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে থেকে অর্জুন সিং কে জেড ক্যাটাগরির সুরক্ষা বলয় দেওয়া হল।
সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেনপ শ্চিমবঙ্গে এখন কাউর জীবন সুরক্ষিত নয়।তার পাশাপাশি অর্জুন জানান এর আগেও কেন্দ্রীয় বাহীনির সুরক্ষর বলয় ছিল।কেন্দ্রীয় সরকার থেকে সুরক্ষা বলয় আসায় রাজ্য সরকারের সুরক্ষা তিনি আর নিতে চান না বলে জানান ।দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট।
বাইট- অর্জুন সিং ।বিজেপি প্রার্থী