অবতক খবর,১৮ জানুয়ারি: নৈহাটি থানার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের গাজাপাড়ায় থাকা প্রায় শতাধিক বছরের পুরনো বিল্ডিং এ থাকা সরকারি বাংলা মদের দোকানের একাংশ দেওয়াল ধসে পড়ার খবর সংবাদ শিরোনামে এসেছিল।

যদিও কোন প্রাণঘাতীর মতন ঘটনা ঘটেনি। প্রায় ১৫ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বহাল তবিয়েতে সরকারি বাংলা মদের দোকানের সুভাষ সাহা ও গৌতম সাহার মালিকানাধীন ব্যবসা করে যাচ্ছেন। যদিও ইতিমধ্যেই নৈহাটি পৌরসভার তরফ থেকে বাড়িটি বিপদজনক নামাঙ্কিত নোটিশ দেওয়ালে সেটে দিয়েছে।

বহু দূর দুরান্ত থেকে বাংলা মদের দোকানে সুরাপ্রেমীরা ভিড় জমায়। যে কোনদিন এই বিল্ডিং এর একাংশ পুনরায় ভেঙে পড়তে পারে বলে দাবি করলেন বাড়ির মালিক। তার পাশাপাশি আরও প্রশ্ন তোলেন কি করে সরকারি সাইনবোর্ড ছাড়া বহাল তবিয়তে ব্যবসা করে যাচ্ছেন মদের দোকানের মালিক।

অবিলম্বে প্রাণঘাতীর মত ঘটনা রুখতে আবগারি সহ প্রশাসনকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন।