অবতক খবর,৩ মার্চ:  নৈহাটি ঐকতান মঞ্চে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রাক্তনীকার সোসাইটির উদ্যোগে পুনর্মিলন উৎসবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হলো। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য , ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রাক্তনিকা সোসাইটির সভাপতি গৌতম চক্রবর্তী, নৈহাটি পৌরসভার সিআইসি কানাইলাল আচার্য ও পার্থপ্রতিম দাশগুপ্ত, শেখর ভৌমিক, বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন নন্দী নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষগন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট মঞ্চ থেকে দাদার কীর্তি নাটক মঞ্চস্থ করার পাশাপাশি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজের প্রাক্তনিকা সোসাইটির সভাপতি গৌতম চক্রবর্তী বলেন এই পুনর্মিলন উৎসবে পার্থ ভৌমিককে দাদার কীর্তি নাটকটি দেখানো হবে এবং তাতে কলেজের ছাত্রছাত্রীরা প্রচণ্ড ভাবে উৎফুল্লিত। তার পাশাপাশি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য জানান আজকের এই পুনর্মিলনের দিনে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে দাদার কীর্তি নাটক মঞ্চস্থ করার মাধ্যমে ঐতিহ্যের নজির সৃষ্টি হচ্ছে বলে দাবি করলেন।