অবতক খবর,২ জানুয়ারি: নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের উদ্যোগে রেলওয়ে ময়দানে প্রদীপ প্রজ্জ্বলনের
মাধ্যমে এল ট্যালেন্টো ২০২৫ এর শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডঃ রতন নন্দী, সি আই সি পার্থ প্রতিম দাশগুপ্ত, কানাইলাল আচার্য, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য্য ,সকাল ,দিবা ও রাতের বিভাগের কলেজের অধ্যক্ষরা।
উদ্বোধনীর মঞ্চ থেকে সাংবাদিকদের সম্মানিত করার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইসি পার্থপ্রতিম দাশগুপ্ত জানান কলেজের এই এল ট্যালেন্টো অনুষ্ঠানের মাধ্যমে অনেক শিল্পী উঠে আসবে। এই অনুষ্ঠান যাতে আগামী বছরে পরিধির বাড়ানোর জন্য ব্যবস্থা করবেন।