অবতক খবর,২১ ডিসেম্বর: নৈহাটি ঋষিবঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজের উদ্যোগে গত ১৭ ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে EL TALONTA 2023 তে বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রতিযোগিতা। আগামী দিনে এই প্রতিযোগিতা ৩রা জানুয়ারি পর্যন্ত কলেজ প্রাঙ্গনে চলবে। বিশেষত বর্তমান ছাত্রীরা এতে অংশগ্রহণ করছে বলে আর বি সি কলেজ ফর ওমেনের অধ্যক্ষা লনা মুখোপাধ্যায় জানান।
তার পাশাপাশি তিনি আরো বলেন এই প্রতিযোগিতায় মোট ৬০ টি কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেছে। অপরদিকে আর বি সি কলেজ ফর ওমেনের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডক্টর অভিজিৎ দাস জানান এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভার উন্মোচন হয়।