অবতক খবর,৬ সেপ্টেম্বরঃ সারা রাজ্যব্যাপি শিক্ষক দিবস পালিত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ এনজিও সংস্থাতেও। আর ঠিক নৈহাটি আনন্দবাজারের অ্যাথেলেটিক ক্লাবও শিক্ষক দিবসে মেতে উঠলো। উপস্থিত ক্লাব সদস্যারা সর্বপল্লী রাধাকৃষ্ণাণের পতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে নিজেদের গানের মাধ্যমে ভরিয়ে তুললেন শিক্ষক দিবস দিনটি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক আবির নাথ জানান এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তারা খুশি তার পাশাপাশি আরো বলেন বর্তমান শিক্ষা জগতে যেই রকম ভাবে র‍্যাগিং ছরিয়ে পড়েছে তার বিরুদ্ধে আগামী দিনে সচেতনা মূলক বার্তা দিতে তারা এগিয়ে যাবে।