অবতক খবর,২ মার্চ: নৈহাটি স্টেশন সহ সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ ও রেল আবাসনে দীর্ঘদিন ধরে বসবাসকারীর কোয়াটার গুলোতে ইলেকট্রিক লাইনের পাশাপাশি,পানীয় জলের লাইন কেটে দেওয়ার প্রতিবাদে আজ নৈহাটি আইএনটি টিইউসিসির সভাপতি বিষ্ণু অধিকারীর নেতৃত্বে সুবৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এই বিক্ষোভ মিছিলটি নৈহাটি পৌরসভার ২৭ প্রশান্ত অধিকারী নম্বর ওয়ার্ডের ঋষিকেশ মিষ্টান্ন ভান্ডার থেকে শুরু হয়ে আরবিসি কলেজ হয়ে নৈহাটি স্টেশনের প্রত্যেকটি প্লাটফর্ম ঘুরে মিছিলটি শেষ হয়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের সিআইসি কানাইলাল আচার্য, হকার্স নেতা প্রশান্ত অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি আইএনটিটিইউসির সভাপতি বিষ্ণু অধিকারী জানান রেলের উন্নয়নের নাম করে প্ল্যাটফর্মের হকার্সদের উচ্ছেদের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল।

তার পাশাপাশি নৈহাটি পৌরসভার সিআইসি কানাইলাল আচার্য জানান প্ল্যাটফর্মের হকার সহ রেলওয়ে কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের পুনর্বাসন দিয়ে রেল উন্নয়নের কাজ করার জন্য দাবি জানান।