নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৩শে নভেম্বর :: উত্তর ২৪ পরগনা :: নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নৈহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 6 টি বুথে আম্রপল্লী মাঠপাড়ায় আজ অনুষ্ঠিত হলো দিদিকে বলো কর্মসূচি ।এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরপ্রধান অশোক চ্যাটার্জী।
ওয়ার্ড বাসীদের মধ্যে দিদিকে বলো প্রচার সূচির কার্ড বিলি করে ভবিষ্যতে আরো উন্নয়ন করার লক্ষ্যে প্রচার চালালেন নৈহাটির পৌরপ্রধান।এলাকার অধিবাসী সঞ্জয় হরিজন সহ একাধিক অধিবাসীবৃন্দ জানান, 23 শে মে এর পর বিজেপির বর্বরোচিত আক্রমণের পর বহুকষ্টে তারা এলাকায় বসবাস করেছেন।পাশাপাশি নৈহাটির পৌরপ্রধানের কাছে বেহাল রাস্তার অভিযোগও করেন এলাকাবাসীরা।