অবতক খবর,৫ নভেম্বর: নৈহাটির সেনপাড়া কেশব পাঠাগারে অনুষ্ঠিত হয়ে গেল প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনর দ্বিতীয় বর্ষপূর্তিতে বাড়ির পোষ্যদের বিনাপয়সায় হেলথ চেকআপ করার কর্মসূচি। উক্ত কর্মসূচিতে বহু দূর দুরান্ত থেকে বাড়ির মালিকরা তাদের পোষা কুকুর ,বিড়াল সহ প্রাণীদের নিয়ে এসে হেলথ চেকআপ সহ ভ্যাকসিনেশন দেওয়ার কাজ চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর সাব ডিভিশনাল অফিসার সৌমেন বারিক, পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা‌ নীলাঞ্জন চক্রবর্তী, নৈহাটি থানার পুলিশ আধিকারিক সুমন্ত বর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগন।