নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এখন সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী

অবতক খবর,৪ আগস্টঃ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এখন সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী। আজই তিনি তাঁর দপ্তরে বসবেন। তিনি বললেন আগে ছোট এলাকা নিয়ে কাজ করতাম ব্যারাকপুর দমদম সাংগঠনিক দিকটায় দেখতাম, এখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব তাকে দিয়েছেন তিনি সেই দপ্তর নিষ্ঠা ও 100 শতাংশ সততার সঙ্গে পালন করবেন।

কাজের যে রূপরেখা ঠিক করে দেওয়া হবে সেটা কার্যকরী করা তার কর্তব্য। আগের মন্ত্রী সৌমেন মহাপাত্রে যে রূপরেখা তৈরি করে রেখেছিলেন আমি উনার সাথে কথা বলবো একটা গাইডলাইন নেব কি কি কাজ পরিকল্পনা নেওয়া ছিল সঠিক বাস্তবায়িত করার চেষ্টা করব। নৈহাটি পৌরসভা বসে এ কথা জানালেন মন্ত্রী পার্থ ভৌমিক