অবতক খবর,২৫ অক্টোবর: সারা রাজ্যের সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের নৈহাটি বিভিন্ন প্রান্তের প্রতিমা নিরঞ্জন পর্বর শেষ হওয়ার সাথে সাথেই নৈহাটি বড় কালী পূজা সমিতির উদ্যোগে বড় মার কষ্টি পাথরের মূর্তি আনার কাজ শুরু হওয়ার পাশাপাশি কাঠাম তৈরি করার কাজ শুরু হলো জোর কদমে। সুসজ্জিত গাড়ির মধ্যে বড় মায়ের কষ্টি পাথরের মূর্তি এনে তা মন্দিরে রাখা হবে। মায়ের এই কষ্টিপাথরের মূর্তি আগামী 29 শে অক্টোবর শুভ উদ্বোধন হওয়ার কথা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি বড় কালী পূজা সমিতির সভাপতি তথা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান বহু আকাঙ্ক্ষিত আগামী ২৯ তারিখ মায়ের মূর্তি শুভ উদ্বোধন হতে চলেছে।