Aabtak Khabar,12 May: নৈহাটি শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার নৈহাটি শাখা থেকে যাওয়া ভারতের প্রতিনিধিত্বে খেলতে যাওয়া মালোশিয়ার কোয়ালা লুমপুরে হয়ে যাওয়া ১৪ তম সাইলেন্ট নাইট কাপ ২০২৫ এ টিম কাতাতে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদকজয়ী মদনপুর সগুনা পঞ্চায়েতের অধীনস্থ পশ্চিম শান্তিনগর এলাকার রুপসা ঘটক বাংলার মুখ উজ্জ্বল করায় রবিবার সন্ধ্যায় তাকে নৈহাটি এসি ক্লাবে সম্বর্ধনা দেওয়া হয়।

তার পাশাপাশি ৯ ই মে সোদপুরে হয়ে যাওয়া উত্তর ২৪ পরগনার ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কুড়িজন অংশগ্রহণকারী পরীক্ষার্থী ক্যাবের মাধ্যমে ১৮ জন নিযুক্ত হয়ে কেবলমাত্র স্বর্ণ জয়ী পদপ্রাপ্ত খেলোয়াড়রা আগামী দিনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে বলে জানা গেল।

প্রত্যেক সফল খেলোয়াড়দের হাতে মানপত্রের পাশাপাশি পুষ্প স্তবক সহ একটি করে জার্সি উপহার তুলে দেওয়া হলো তাদের হাতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাইলেন্ট নাইট কাপে রৌপ্য পদকজয়ী রুপসা ঘটক জানান এই জয় নৈহাটি শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার নৈহাটি শাখার।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যারাটে প্রশিক্ষণ শাখার সিনিয়র প্রশিক্ষক দেবাশীষ বিশ্বাস, মুখ্য প্রশিক্ষক ইন্সট্রাকটার বাবলু বিশ্বাস সহ টেকনিক্যাল ডাইরেক্টর হানসি জয়দেব মন্ডল সহ নৈহাটি এসি ক্লাবের কর্মকর্তাগন।