অবতক খবর,২৬ সেপ্টেম্বর: বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর সাব ডিভিশনের নৈহাটি ঐকতান মঞ্চে বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে নৈহাটি থানার পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর চেক বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হলো। এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় , সিআইসি সনৎ দে এসিপি পার্থ রঞ্জন মন্ডল, নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাঞ্জন সেন ও সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।
এছাড়াও চেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার একাধিক কাউন্সিলার। এই চেক বিতরণী অনুষ্ঠানে মোট ৭৭ টি ক্লাবের প্রতিনিধিদের হাতে রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। যার মধ্যে এ বছর নতুন তেইশটি ক্লাবকে এই চেক প্রদান করা হলো। সাংবাদিকদের প্রশ্নের এক উত্তরে কিছু ক্লাব কর্তৃপক্ষ রাজ্য সরকারের অনুদান ফেরত দেওয়ার কথা বললে সাংসদ জানান তিনি জানেন না নৈহাটির বুকে এরম কোন ঘটনা ঘটেছে ।
পূর্ববর্তী বছরের মতোন এবছরেও নৈহাটির নগরবাসীদের ভোর বেলায় মহালয়া শোনানো হবে বলে সাংসদ জানান।