অবতক খবর,৩১ জানুয়ারি: নৈহাটিতে শ্যুট আউট। দুষ্কৃতীদের গুলিতে খুন হল সন্তোষ যাদব(32) নামে এক তৃণমূল কর্মী। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ।বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৈহাটি পানি ট্যাংকির কাছে ঘটনাটি ঘটে পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়।