অবতক খবর,৮ ফেব্রুয়ারী: গত ৩১ শে জানুয়ারি নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের হওয়ার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার অপরাহ্নে গৌরীপুরে নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদবের বাড়িতে পৌঁছে যান নৈহাটী বিধানসভার বিধায়ক সনৎ দে ও দলের কাউন্সিলার রাজেন্দ্র গুপ্তা ,রনজয় কর্মকার, সুশান্ত সরকার ,কৌশিক চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা তৃণমূল কর্মী সন্তোষ যাদবের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে পাশে থাকার বার্তা দেন বিধায়ক সনৎ দে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনৎ দে বলেন আমরা ওই পরিবারের পাশে সর্বোত্তভাবে রয়েছি। পরিবারকে সবরকম দিক থেকে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস পরিবার। যদিও মৃত সন্তোষের পরিবারের তরফ থেকে জানানো হয়, ঘটনা ঘটার আগেই জনৈক বিনোদ সিং সন্তোষের খুন হওয়ার সম্ভাবনার বিষয়ে হয়তো কিছু জানতে পারেন।কারণ বিনোদ সিং সন্তোষের পরিবারকে সাবধান থাকার কথা জানিয়েছিলেন। বিনোদ সিং এর সাথে বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠতার কথাও বলেন সন্তোষের পরিবারের সদস্যরা।