অবতক খবর,৫ মার্চ: নৈহাটিতে মুখোমুখি বাইক সংঘর্ষে আহত তিন। ঘটনাটি ঘটেছে নৈহাটি 6 নম্বর বিজয়নগরে সোমবার রাত্রি নটা ৪৫এ নাগাদ। এই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা শিবদাসপুর থানার বাসিন্দা । আহতদের মধ্যে রয়েছে বিবেক রজক , বিপ্লব মন্ডল সহ শুভজিৎ সমাদ্দার।গুরুতর আহতদের তড়িঘড়ি নৈহাটি হাসপাতালে নিয়ে আসা হয়।খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে পড়ে।
গুরুতর আহত তিন ব্যক্তিকে তৎক্ষণাৎ নৈহাটি হাসপাতাল থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।কি করে এত বড় দুর্ঘটনা ঘটলো পুলিশ তদন্ত করতে শুরু করেছে।