অবতক খবর : নৈহাটি ১৫ নম্বর ওয়ার্ড গিরিশ ঘোষাল রোডে ইন্দ্রানী মিত্র(৪৭) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হল তার ঘর থেকে। জানা গেছে,ওই মহিলা অবিবাহিত, একাই থাকতেন।খবর পেয়েই ঘটনাস্থলে যায় নৈহাটি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই মহিলার বাড়ির পাশে একটি দোকানের মালিক জয়দেব মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে নৈহাটি থানার পুলিশ।
ABTAK EXCLUSIVE