অবতক খবর,১৫ জুলাই: ভর সন্ধ্যায় নৈহাটি থানার অন্তর্গত ১৩ নং ওয়ার্ডের পালবাগানের দীপক সাউয়ের ভাড়াটে সাবো দেবীর বাড়ির গ্যাসের সিলিন্ডারে পাশে থাকা কালো প্লাস্টিকের মধ্যে মোরা অবস্থায় থাকা দুখানা তাজা বোমা নৈহাটি থানার উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য।
ভাড়াটে সাবো দেবির অভিযোগ বিজেপি করার অপরাধে তার ছেলে মিঠুন পাসোয়ানকে শাসক দলের দুষ্কৃতীরা সাবো দেবীর অজ্ঞাতসারে এই বোমা রেখে তাকে অপদস্ত করে ফাঁসাতে চাইছে। তার পাশাপাশি বাড়িওয়ালা দীপক সাউ অভিযোগ করেন এর আগেও তার ভাড়াটের সাবো দেবির ছেলে মিঠুন পাশওয়ান বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ আনেন।
আর এই আজকের এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানান। যদিও বাড়িওয়ালার কথায় উঠে আসলো কিছু না জানতেই বাড়িতে পুলিশ ঢুকে বোমাগুলো উদ্ধার করে।