বর্তমানে নারী সুরক্ষায় ক্যারাটে বিশেষ অগ্রণী ভূমিকা অর্জন করে আসছে। রবিবার নৈহাটি এসি ক্লাবে শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের নৈহাটি ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েও গেল সদ্য দিল্লিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া অল ইন্ডিয়া সাব জুনিয়ার ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সাত বছরের অঙ্কিতা শর্মা ব্রোঞ্জ পদকজয়ী কে সম্বর্ধনা দেওয়ার পর্ব।
তার পাশাপাশি ন্যাশনাল অল ইন্ডিয়া স্কুল ক্যারাটে গেমসে অংশগ্রহণকারী তথা আগামী এপ্রিল মাসে মালয়েশিয়াতে 14 তম সাইলেন্ট নাইট ক্যারাটে কাপ 2025 অনুষ্ঠিত হতে যাওয়া চাকদহ নিবাসী রূপসা ঘটক কেও সম্বর্ধনা দেওয়া হল। তার পাশাপাশি আজ এক পরীক্ষা শিবিরের মাধ্যমে সফল প্রতিযোগীদের বিভিন্ন রকম রংয়ের বেল্ট প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ টেকনিক্যাল ডাইরেক্টর জয়দেব মণ্ডল, এস আই কে এফ এর সাধারণ সম্পাদিকা বৈশাখী দাস, টেকনিক্যাল কমিটির প্রধান বিশ্বজিৎ মন্ডল সহ ক্রিড়াপ্রেমীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিফ টেকনিক্যাল ডিরেক্টর জয়দেব মণ্ডল বলেন অনেক ধাপ পেরিয়ে ন্যাশনাল খেলতে পারে খেলোয়াড়রা। তাদের সাফল্য কামনা করলেন।