অবতক খবর,২ জানুয়ারি: পূর্ব রেলওয়ের তরফ থেকে নৈহাটি স্টেশনে সেফটি ইন্সপেকশন এর কাজ হতে দেখা গেল। বৃহস্পতিবার দুপুরে পূর্ব রেলওয়ে এজিএম সুমিত সরকার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম, সিনিয়র ডিএসসি এম কে সিং এর পাশাপাশি নৈহাটি স্টেশনের ম্যানেজারের উপস্থিতিতে চলল রুটিন মাফিক সেফটি ইন্সপেকশনের কাজ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব রেলওয়ের এজিএম সুমিত সরকার জানান, মূলত সেফটি ইনস্পেকশনের জন্য নৈহাটিতে আসা হয়েছে। তার পাশাপাশি রানাঘাটে একটি ইয়ার্ডের আধুনিকরনের কাজ সহ শান্তিপুরে অমৃত ভারত প্রকল্পে স্টেশনের কাজ দেখতে যাওয়ার কথা জানান। অন্যদিকে গঙ্গাসাগরে যাবার জন্য যাত্রীদের অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে রেলওয়ে আধিকারিক সুমিত সরকার জানান।