অবতক খবর,৪ এপ্রিলঃ দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে আজ নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকা থেকে রাম কমল সেন রোড থেকে শুরু করে পার্শ্ববর্তী পাঁচ,দেশ,তিন নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন নৈহাটি বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক।
এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেন তিনি।তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের পরিষদ সনৎ দে , সি আই সি রাজেন্দ্র গুপ্তা, কাউন্সিলর রনজয় কর্মকার নীলাঞ্জন চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।