অবতক খবর,৪ ফেব্রুয়ারী : ৩১ শে জানুয়ারি ভরদুপুরে খুন হন নৈহাটির তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব। ঘটনাস্থলে দাঁড়িয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং কে নিশানা করে ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনদ দে বলেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং এর মদতেই খুন করা হলো তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব কে। তারপরেই সরগরম হয়ে ওঠে শিল্পাঞ্চলে রাজনীতি।

অর্জুন সিং কে অপরাধী বানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নৈহাটির বিভিন্ন জায়গায় দেওয়া হয় পোস্টার। এবার নৈহাটির ছোঁয়া লাগলো ভাটপাড়াতেও। বিজেপি নেতা অর্জুন সিংয়ের গড় ভাটপাড়াতেও তৃণমূল কর্মী খুনের ঘটনায় অর্জুন সিং এর থেকে জবাব চাইলো ভাটপাড়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ ভাটপাড়া পৌরসভার গেটের সামনে দেখা গেল তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে অর্জুন সিং জবাব চাই জবাব দাও লেখা পোস্টার। পথ চলতি মানুষ বারবার থমকে দাঁড়িয়েছেন পোস্টার দেখে।

ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ভাটপাড়া শহর সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন প্রাক্তন সংসদ অর্জুন সিং এর নক্কারজনক চেহারাটা দেখেছে মানুষ। তাই তাদের সাংসদ পার্থ ভৌমিক জিতেছেন অর্জুনকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তবু তিনি যে খুনি রাজনীতি শুরু করেছেন সেই ঘটনায় জনসমক্ষে তুলে ধরতে পোস্টার লাগানো হয়েছে।

যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা অর্জুন ঘনিষ্ঠ প্রিয়াংগু পান্ডে বলেন ওরা যত পোস্টার লাগাবে তত বিজেপি শক্তিশালী হবে। ওরা তৈরি থাকুক ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক হওয়ার পর যে সন্ত্রাস গোটা শিল্পাঞ্চলে হয়েছে সেই ছবিও পোস্টারে তুলে ধরবে বিজেপি।আসল দোষীদের না ধরে প্রাক্তন সংসদ অর্জুন সিং ও বিজেপি নেতাকর্মীদের ফাঁসাতে চাইছে তৃণমূল। এইসব ঘটনা তারই বহিঃপ্রকাশ।