অবতক খবর,১লা জানুয়ারি: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম বর্ষের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজ নৈহাটি ৭ নম্বর বিজয়নগর কাঠগোলা মোড়ে দলীয় কার্যালয়ের সামনে দলিয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সনৎ দে, অ্যাকাউন্ট নম্বর ওয়ার্ডের সভাপতি ভরত ঘোষ , যুবনেতা অমল মিত্র সহ একাধিক নেতৃত্ব।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনৎ দে জানান গত বিধানসভা নির্বাচনে যেভাবে মানুষের আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় ৫০ হাজার ভোটে জয়লাভ করেছে। আগামী ২০২৬-এ বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের ২৫০ জন বিধায়ক যাতে নির্বাচিত হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে চতুর্থ বার ক্ষমতায় আসিন করার মূল লক্ষ্য।