অবতক খবর,১৬ ফেব্রুয়ারি: ছেলের বিরুদ্ধে বাবা মাকে মারার অভিযোগ উঠে আসলো।ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার অন্তর্গত দু’নম্বর ওয়ার্ডে ইসাক সর্দার রোডের বাগানপাড়া এলাকায়। উক্ত এলাকার স্থায়ি বাসিন্দা নুর আলম ও তার স্ত্রী ফরিদা খাতুন সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন দীর্ঘদিন ধরে বাড়িতে অশান্তি করে আসছিল তার ছোট ছেলে মাফুজ আলম।
শুক্রবার সকালে অশান্তি চরমে ওঠে। অতঃপর ছেলে মাফুজ আলম তার বাবা নুর আলম সহ মা ফরিদা খাতুনকে মাটিতে ফেলে দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে।এই ঘটনায় মাফুজ আলমের মা এবং বাবা এই মারধর ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন নৈহাটি থানায়। তারপর থেকে তার ছেলে মাফুজ আলম ও তার স্ত্রী হেনাকে নিয়ে গা ঢাকা দেয়। ঘটনা খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।