অবতক খবর,১১ মার্চ: নৈহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কাঠাল পাড়ায় অঙ্কিতা সেন ভট্টাচার্য কে মেরে ফেলার অভিযোগ উঠল পরিবারের পক্ষ থেকে। সূত্র মারফৎ জানা যায় ১১ বছর আগে স্বামি সুতাজ ভট্টাচার্যের সঙ্গে তার বিবাহ হয়।বিয়ের পর থেকেই প্রায়ই অশান্তি হতো, এমনকি তাদের অঙ্কিতাকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না বলে অভিযোগ ওঠে ।
বেশ কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর উক্ত বাড়ির মধ্য থেকে পচা দুর্গন্ধ বের হতেই বাড়ির প্রতিবেশীদের সন্দেহ হয় খবর যায় নৈহাটি থানায়। পুলিশ এসে ঘরের বিছানা থেকে অঙ্কিতার নিথর দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এই ঘটনায় জড়িত সন্দেহে অঙ্কিতা সেন ভট্টাচার্যের স্বামী সুতাজ ভট্টাচার্য কে পুলিশ আটক করে নিয়ে যায়।