অবতক খবর,১৪ অক্টোবর: আজ থেকে পিতৃপক্ষের অবসান হওয়ার সঙ্গে সঙ্গেই মাতৃপক্ষের শুরুর দিনেই নৈহাটি বড়মার মন্দিরের কাছে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মদ্যপ অবস্থায় এসে কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজীব দাস ও সনু সাউ কে নৈহাটি থানার পুলিশ আটক করে। যদিও পুলিশের হাতে আটক রাজীব দাস সহ সনু সাউ অভিযোগ করেন সিভিক ভলেন্টিয়ার তাদের মেরেছে। তার পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা যায় উক্ত এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এর কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়ার উদ্যোগের পাশাপাশি উক্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের গায়ে গুটকার পিক দেবার অভিযোগ ওঠে।
যদিও প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের হাতে আটক দুই ব্যক্তির নামে মোবাইল কেড়ে নেওয়া ছাড়াও ধাক্কাধাক্কি তার পাশাপাশি কর্তব্যরক সিভিক ভলেন্টিয়ারের গায়ে মুখ থেকে গুটকার পিক দেওয়ার অভিযোগ জানান। এই ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।