অবতক খবর : নৈহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিলন উৎসবের মঞ্চ থেকে বিজেপির ও.বি.সি মোর্চার রাজ্য কমিটির সদস্য অমিতাভ সেন সহ নৈহাটির বিজেপির মন্ডল-১ এর যুব মোর্চার সম্পাদক রাজেশ দাসের নেতৃত্বে ৪৬ জন সক্রিয় বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করলেন। উত্তর ২৪ পরগণা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারীর হাত ধরে এবং বিধায়ক পার্থ ভৌমিকের উপস্থিতিতে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর প্রধান অশোক চ্যাটার্জী সহ নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর সনৎ দে। এক প্রশ্নের উত্তরে অমিতাভ সেন বিজেপি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজির কথা বিশেষভাবে উল্লেখ করেন। অপরদিকে রাজেশ দাস বিজেপির দল এখন লুঠের রাজত্ব, তোলাবাজি ও খুনের রাজনীতিতে মেতে উঠে বাংলার মানুষকে গত ২৩শে মে-র পর থেকে আতঙ্ক সৃষ্টি করার কথা জানান। এছাড়াও আগামী দিনে মমতা ব্যানার্জীই বাংলার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেস দলকে বিশেষভাবে প্রয়োজন বলে জানান।