অবতক খবর,৩১ ডিসেম্বর,সতীনাথ ভট্টাচার্য,বারাকপুর- উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত নৈহাটি পৌরসভার কার্যালযয়ের সামনে সি আই টি ইউ অনুমদিত পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অবসরপ্রাপ্ত শ্রমিককেদের পেনশন, পিএফ সহ গ্র্যাচুইটির দাবিতে বিক্ষোভ সভার পাশাপাশি ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকেই অবসরপ্রাপ্ত শিক্ষক থেকে শুরু করে শ্রমিকরা উপস্থিত হয়ে বিক্ষোভ দেখায়।পরে শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে নৈহাটি পোরসভার প্রৌরপ্রধানের কাছে সাত দফা দাবি সম্মলিত ডেপুটেশন দেয়।