অবতক খবর,৩০ নভেম্বর: দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর হাসপাতালে পাশে নেশা মুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যুবকের নাম সৌরভ মন্ডল বাড়ি সাউথ গড়িয়া এলাকায়। সৌরভ দের বছর ধরে এইখানে ছিল। শুক্রবার সকালবেলার শরীর খারাপ হয়।
সন্ধ্যার সময় তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই শুক্রবার রাতে মারা যায় যুবকটি। বাড়ির লোক এসে ভাঙচুর করে নেশা মুক্তি কেন্দ্র। পরে বারুইপুর থানা পুলিশ এসেছে সেই পরিস্থিতি সামাল দেয়।
রাত্রি নটা সাড়ে নটা নাগাদ নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায়। হাসপাতালে পাশের গলি প্রাপ্তি নেশা মুক্তি কেন্দ্র। ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানা পুলিশ।