অবতক খবর,৯ ডিসেম্বর:নেশার ঠেকে পুলিশের অভিযানে গ্রামবাসীদের বাঁধার মুখে পড়তে হলো পুলিশকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মিলিক বস্তি এলাকায়। অভিযোগ এদিন দুপুরে একটি আমবাগানের ভিতরে বসেই নেশা করছিল একদল যুবক।
সেখানে পুলিশ অভিযান চালিয়ে পাকরাও করতে গেলে গ্রামবাসীদের বাঁধার মুখে পড়তে হলো চোপড়া থানার পুলিশ কে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তাড়া করতে হলো। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে চোপড়া থানার পুলিশ বলে জানা গিয়েছে।