অবতক খবর,২ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:নেশাগ্রস্ত অবস্থায় মোটরবাইক চালানোর অভিযোগে এক মোটর বাইক চালককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত অরূপ দাস কালনা থানা এলাকার বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় সাতগেছিয়ার দিক থেকে কুসুম গ্রামের দিকে দ্রুত গতিতে মোটরবাইকটি আসছিল ।

পুলিশ তাকে আটকায় জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তাকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ। আটক করা হয়েছে বাইকটিকে। ধৃতকে আজ বৃহস্পতিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। পাশাপাশি এক ব্যক্তিকে মারধরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত ববি সাঁতরা বামুনপাড়া পঞ্চায়েতের গুলুটিয়া গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা গিয়েছে পুরনো রাগবশত ববি ও আরো কয়েকজন মিলে শাহজাদপুর গ্রামের বাসিন্দা কুতুবউদ্দিন শেখ যখন মন্তেশ্বর থেকে বাড়ি ফিরছিল সে সময় বিঘা মোড়ের কাছে তাকে আটকে মারধর করে।ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান আহত কুতুব উদ্দিন শেখ। পুলিশ জানাই অভিযোগের ভিত্তিতে বুধবারই ববি সাঁতরা কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।