অবতক খবর,২৪ জানুয়ারি: নেতাজীর জন্মদিনে নববারাকপুর মাসুন্দা গার্লস হাইস্কুলের বর্ণাঢ্য শোভাযাত্রা। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দিনটি স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য বর্নময় সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করে নববারাকপুর মাসুন্দা গার্লস হাইস্কুল।

বিদ্যালয় প্রাঙ্গণে থেকে পড়ুয়ারা হাতে জাতীয় পতাকা, নেতাজীর ছবি, ট্যাবলো, নেতাজীর বানী সম্বলিত প্লাকার্ড, তেরঙের বেলুন, বন্দেমাতরম, জয় হিন্দ ধ্বনি, রাস্তার মোড়ে দেশাত্মবোধক সংগীত নৃত্য তালে ছন্দে সহ শোভাযাত্রা আলোড়ন ফেলে দেয় এদিন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, নির্মিকা বাগচী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও বিশিষ্ট গুনীজনেরা।