অবতক খবর,২৩ জানুয়ারি: ব্রিটিশ সরকারের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী ক্রমশ স্বাধীনতার আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ছে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে। ঠিক সেই সময় ১৯৩১ সালে ১১ই অক্টোবর জগদ্দলের গোলঘরে বঙ্গীয় পাটকল শ্রমিকদের সংগঠনের সভায় যোগ দিতে আসছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে থাকা নোয়াপাড়া থানার ইন্সপেক্টর ম্যাকেঞ্জি ঘোষপাড়া রোডের ওপর চৌরঙ্গী মোড়ে নেতাজি সুভাষ চন্দ্রের বোসের পথ আটকায়।

সুভাষচন্দ্র বোস শ্রমিক সংগঠনের সভায় বক্তব্য রাখলে শ্রমিকরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠবে এই আশঙ্কা তেই নেতাজীর পথ আটকে ছিলেন ইন্সপেক্টর ম্যাকেঞ্জি। সুভাষচন্দ্র বোসকে আটক করে নিয়ে আসা হয় নোয়াপাড়া থানায়। তাকে বন্দী করে রাখা হয় ৮ ফুট বাই দশ ফুট ঘরের মধ্যে। অবশেষে শ্রমিকদের সভায় বক্তব্য রাখবেন না এমন মুচলেকা দিয়েই ছাড়া পান সুভাষ চন্দ্র বোস।

স্বাধীনতার পর সুভাষচন্দ্র বোসকে যে ঘরে আটকে রেখেছিল ব্রিটিশ সরকার নোয়াপাড়া থানার সেই ঘরটি সরকারের পক্ষ থেকে সংরক্ষিত করা হয়। ২০১১ সালে রাজ্যে নতুন সরকার আসার পর সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজরিত সেই ঘরকে নব রূপে সাজিয়ে তোলা হয়। আজ ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের তিনি সেই ঘরে উদ্বোধন করা হলো গ্রন্থাগারের।

এই ঘন্টা গাড়ির উদ্বোধন করেন বারাকপুরের নগরপাল অলক রাজোরিয়া। স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস এবং সুভাষচন্দ্র বোসের স্বাধীনতা আন্দোলনে লড়াই ইতিহাসের নানা বই পাওয়া যাবে এই গ্রন্থাগারে। গ্রন্থাগারের উদ্বোধন হওয়ায় খুশি নোয়াপাড়া বাসিসহ বারাকপুর শিল্পাঞ্চলের সর্বস্তরের মানুষ।