অবতক খবর,২১ আগস্ট: নেংড়াপীর এলাকায় মহরম উপলক্ষে আয়োজিত হল লাঠি খেলা।
জানা যায়, প্রত্যেক বছরই বংশীহারী ব্লকের নেংড়াপীর কারবালা ময়দানে মহরম উপলক্ষে লাঠিখেলা ও বিরাট মেলা আয়োজিত হয়। যদিও কোরোনা আবহের কারণে এবার বড় মেলা কিংবা তাজিয়া প্রদর্শনের অনুমতি মেলেনি। এদিন প্রশাসনিক নির্দেশ মেনে লাঠি খেলার মাধ্যমে মহরম পালন করেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার, এলাকার যুব তৃণমূল নেতা সরফরাজ আলী সহ অন্যান্যরা।

মহরম উপলক্ষে লাঠি খেলা দেখতে বহু দূর দূরান্ত থেকে আগত মানুষজনদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।