বিধান নগর :: ০৭ মে :: আজ সকাল প্রায় ৮ টা ১৫ মিনিট নাগাদ শিলিগুড়ি-ইসলামপুর জাতীয় সড়কে বিধান নগরের অদূরে মুরালীগঞ্জ চেকপোস্ট এর কিছুটা আগে জাতীয় সড়কের ধারে একটি পান বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
লরির চালক দীপক দাস জানিয়েছেন, লরিটি দক্ষিন চব্বিশ পরগনা জেলা থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিল। পুলিশি তৎপরতায় ক্রেন গাড়ি ঘটনাস্থলে দেখা গেছে। তবে হতাহতের কোন খবর নেই।








