অবতক খবর :: শিলিগুড়ি :: নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে ভীড় বাড়ছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে গতকাল পুলিশ প্রায় সব দোকান বন্ধ করে দেয়,আবার আজ সকাল থেকেই বিধান মার্কেট সহ গোটা শিলিগুড়িতে ভীড় করে মানুষ।
ব্যাগ হাতে করে বহু মহিলাই বাইরে বের হয়েছেন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনবার তাগিদে, আর বাড়িয়ে তুলছেন সংক্রমন বাড়াবার সম্ভাবনা। যেটা দেখা গেছে শিলিগুড়ি হাসপাতালেও।সবমিলিয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা জারি হলেও নিজ তাগিদেই বাইরে বের হতে হচ্ছে মানুষকে,আর তখনই ঘটছে অঘটন।









